রমজানের পূর্ব প্রস্তুতি ২০২৫
মুসলিমদের দরজায় কড়া নাড়ছে পবিত্র রমজান। মাত্র কয়েকদিন পেরুলেই শুরু হবে রমজান। ক্ষমা, রহমত ও মুক্তির অন্যান্য বার্তা নিয়ে শ্রেষ্ঠ মাস রমজান আমাদের নিকটে প্রায় সমাগত। প্রত্যেক মুমিনদের হৃদয় এই মহা সম্মানিত মাসের অপেক্ষায় থাকে।
তাই এই রমজানের পূর্ব প্রস্তুতি নিয়ে সবার মধ্যে ব্যস্ততা দেখা দিয়েছে। রমজানে আল্লাহর রহমত ক্ষমা ও নাজাতের জন্য আমাদের উচিত এই মাসকে যথাযথভাবে মূল্যায়ন করা।
পেজ সূচিঃ রমজানের পূর্ব প্রস্তুতি ২০২৫ নিয়ে আলোচনা করা হলো
- রমজানের পূর্ব প্রস্তুতি
- রমজানের পূর্বে ৮ টি আমলের নিতে প্রস্তুতি যেসব আমল করবেন
- চার আমলে বান্দা রিজিকের বরকত হয়
- যেভাবে রমজানের প্রস্তুতি নিতেন আমাদের নবী
- রমজানের সেহরীর সময়সূচী ২০২৫
- রমজানে ইফতারের সময়সূচি ২০২৫
- আমাদের শেষ কথা
রমজানের পূর্ব প্রস্তুতি
রমজানের পূর্ব প্রস্তুতি সম্পর্কে প্রত্যেকটা মুসলমানের জানা খুবই দরকার। পবিত্র রমজান মাস মুসলিমদের খুবই নিকটে। আর কয়েকদিন মাত্র বাকি আর কয়েকদিন পরে আল্লাহতালা রহমত বরকত মাগফেরাতসহ অনেক কল্যাণের মাস রমজানুল মোবারক শুরু হবে। রমজানের অবিরত বরকত কল্যাণময় পেতে হলে আগে থেকে যথাযথ প্রস্তুতি গ্রহণ করতে হবে। কেননা যে কোন গুরুত্বপূর্ণ কাজের ভালো প্রস্তুতি মানে ওই কাজটি অর্ধেক পূর্ণতা ও সফলতা অর্জিত হয়ে থাকে।
রমজান শুধু ভোগের মাস এমন না। অনেক সাধারণ মানুষ মনে করেন রমজান শুধু ভোগের মাস। ভালো খাওয়ার, আনন্দ উৎসবের মাস, ব্যবসা-বাণিজ্য মাস কিন্তু কিন্তু তা না রমজান হলো আল্লাহর রহমত ও বরকত কল্যাণকর মাস। ক্ষমা, রহমত ও মুক্তির অন্যান্য বার্তা নিয়ে শ্রেষ্ঠ মাস রমজান আমাদের কাছে খুবই প্রিয়।
তাই রমজান নিয়ে রমজানের পূর্ব প্রস্তুতি শেষ নেই। রমজানে আল্লাহর রহমত, ক্ষমা ও নাজাতের জন্য আমাদের উচিত এই মাসকে যথাযথভাবে মূল্যায়ন করা ও কঠোর পরিশ্রম এবং সাধনার মাধ্যমে ইবাদতে আত্মনিয়োগ করা। এ জন্য চাইবে কিছু কর্ম ভিত্তিক পূর্ব প্রস্তুতি। তে সাধনা আত্মনিয়োগ করলে সফলতা হবে ইনশাল্লাহ।
রমজানের পূর্বে ৮টি প্রস্তুতিমূলক আমল
রমজানের পূর্ব প্রস্তুতি নিয়ে অনেকের ব্যস্ততার শেষ নেই। মুসলমানদের জন্য একটা গুরুত্বপূর্ণ মাস হচ্ছে রমজান। এ মাসের আগমনের আগে মুমিন মুসলমানদের বিশেষ কিছু করণীয় রয়েছে সেজন্য এখন থেকে প্রস্তুতি নেয়া জরুরী। হযরত রহমতুল্লাহি আলাইহি নামে এক বিখ্যাত তাবেয়ি বলেন, সালাফে সালেহগণ রমজানের ছয় মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন।
আপনি আমাদের রমজান পর্যন্ত হায়াত দান করুন তা আপনি কবুল করে নিন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন যে, নিশ্চয়ই আল্লাহর কোন বান্দা যে কোন ভালো কাজ বা আমল যদি যথা ভাবে উত্তম উপায় করে, তবে সে আমল বা কাজ আল্লাহ তাআলার পছন্দনীয় হিসেবে গণ্য হবে। রমজানের পূর্ব প্রস্তুতি ও আমল বিষয়ে নিচে আলোচনা করা হলো-
১। তাওবাহ- ইস্তেগফার করাঃ রমজানের পূর্ব প্রস্তুতিমূলক একটা কাজ হলো তওবা পড়া। কোন অন্যায়কারী যদি ভাবে যে রমজান চলে এসেছে। আর আমার সব গুনাহ এমনিতেই ক্ষমা হয়ে যাবে। বাস্তবে বিষয়টি এমন নয় এবং আগে থেকে তওবা করে রমজানের যাবতীয় কল্যাণ লাভে নিজেকে প্রস্তুত করা খুবই জরুরী।আর এতে আল্লাহ তা'আলা ওই বান্দার আগের সব গুনাহ মাফ করে দিয়ে রমজানের যাবতীয় কল্যাণ দিয়ে জীবন সুন্দর করে দেবেন এ জন্য বান্দার বেশিরভাগ সময় পড়তে হবে
" আল্লাহুম্মা মাগফিরলী"-হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন।
২।রমজানের রোজার মানসিক প্রতিজ্ঞা নেয়াঃ রমজান মাসে পরিপূর্ণ সওয়াব ও ক্ষমা পেতে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমজানের পূর্ব প্রস্তুতি হিসেবে এটি একটি উত্তম মাধ্যম রমজান শুরু হওয়ার আগে এ প্রতিজ্ঞা গ্রহণ করা খুব জরুরী।
৩। রমজান শুরুর আগেই আগের কাজা রোজা আদায় করাঃ রমজান শুরু হওয়ার আগে বিগত বছরের কাজা রোজা আদায় করতে হবে। অসুস্থ হওয়ার কারণ ও সফরের কারণে রমজানের কাজা ফরজ রোজা থাকলে তা যথাযথভাবে আদায় করে নেওয়া। বিশেষ করে ভাংতি রোজা থাকতে হবে তাই রমজানের আগে শাবান মাসের এই সময়ে কাজা রোজা আদায় করে নিতে হবে। এতে দুটি ভালো আমল বাস্তবায়িত হবে
প্রথমটিঃ রমজানের ফরজ আমলের প্রতি আগ্রহ বাড়বে।
দ্বিতীয়টিঃ সুন্নতের অনুসরণ হবে।
৪। যাবতীয় গুনাহ থেকে সাধারণ ক্ষমাঃ আল্লাহ তা'আলা রমজান মাসে অনেক মানুষকে
জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন। তবে সাধারণ ক্ষমা সবার ভাগ্যে জোটে
না। কেননা এটা পেতে হলে দুটি কাজ থেকে বিরত থাকতে হবে -শিরক থেকে মুক্ত থাকা,
হিংসা থেকে মুক্ত থাকা।
৫। রমজানের ফরজ রোজার নিয়ম কানুন জেনে নেয়াঃ রমজান মাস আসার আগে রোজা পালনের সকল নিয়ম কানুন ভালোভাবে জেনে নেয়া জরুরী। আর তাতে রমজানের রোজা নষ্ট হওয়া থেকে বিরত থাকা যায়। অন্যান্য বিষয়গুলো জেনে নেয়ার চেষ্টা করুন।
৬। বিগত রমজানের অসমাপ্ত কাজ চিহ্নিত করাঃ রমজান মাস আসার আগে বিগত বছরের নেক আমল গুলো করতে না পারার কারণগুলো খুঁজে বের করার চেষ্টা যেমন -
- কেন নিয়মিত কোরআন অধ্যয়ন করা হয়নি
- কেন তারাবি পড়া হয়নি
- কেন দান সহযোগিতা করা হয়নি
- কেন ইতেকাফ করা হয়নি
- কেন রোজাদার কি ইফতার করানো হয়নি
- কেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা সম্ভব হয়নি
- কেন কোরআন সুন্নাহর আলোচনায় বসা হয়নি
- কেন রমজানের পরিবারের লোকদের হক আদায় করা হয়নি
- কেন রমজানের পাড়া-প্রতিবেশী বা আত্মীয়দের হক আদায় করা হয়নি
এ বিষয়গুলো চিহ্নিত করে নেয়া। আর রমজানের পূর্ব প্রস্তুতি হিসেবে এ
বছর রমজান আসার আগে চিহ্নিত কারণগুলো থেকে নিজেকে বিরত রেখে কিংবা প্রস্তুতি
গ্রহণ করে কল্যাণকর সব নেক আমল করার প্রস্তুতি গ্রহণ করা।
৭। চলতি শাবান মাস জুড়ে রমজানের মহড়া চালু রাখাঃ রমজান মাসে বেশি বেশি ইবাদত করতে এবং রোজা রাখার জন্য শাবান মাসের বেশি বেশি নফল রোজা রাখা। বেশি বেশি কোরআন অধ্যয়ন করা। নফল নামাজ পড়া। তওবা করা। ত্যাগের মানসিকতা তৈরি করা। দান সাদকাহ শুরু করা। যাতে এ মহড়া বাস্তবায়ন পুরো রমজান জুড়ে সুন্দর ভাবে চালানো যায়।
৮। রমজান মাস ধরে ২৪ ঘন্টার রুটিন করাঃ রমজান মাস জুড়ে যে যেই কাজেই থাকুক না কেন, পুরো মাসটি কোন কোন কাজে কিভাবে ব্যয় হবে তার একটি সম্ভাব্য রুটিন তৈরি করে নেয়া।আগাম রুটিন থাকলে রমযানের চরম ব্যস্ততার মাঝেও নেক আমল সহ অন্যান্য কাজগুলা ইবাদতের মধ্যে কেটে যাবে।
চার আমলে বান্দা রিজিকের বরকত হয়
রিজিক আল্লাহতালার দান। মহান আল্লাহ তার আমলে বান্দাদেরকে বরকত দান করেন। অনেকে অবহেলা করে এসব আমল থেকে বিরত থাকেন। এই আমলগুলো রমজানের পূর্ব প্রস্তুতি হিসেবে ধরা হয়। চার আমল গুল হল-
১। রাতে ইবাদত করাঃ রাতে ইবাদত তথা নামাজে খুব বেশি মনোযোগী হওয়া। নিজে যেমন প্রত্যেক ওয়াক্তের নামাজ পড়তে হবে তেমনি পরিবারের লোকদের নামাজ পড়ার ব্যাপারে বিশেষ ভূমিকা রাখতে হবে। আর তাতে আল্লাহর রিজিক বাড়িয়ে দেবেন বলে এভাবে ঘোষণা করেছেন, "আপনি আপনার পরিবারের লোকজনকে নামাজের আদেশ দিন এবং নিজেও এর ওপর অবিচল থাকুন আমি আপনার কাছে কোন রিজিক চাইনা আমি আপনাকে রিজিক দেই এবং আল্লাহকে ভয় করার পরিণাম শুভ তথা কল্যাণকর"। (সূরা তাহা আয়াত ১৩২)
২। বেশি বেশি তওবা করাঃ বেশি বেশি করে তওবা করতে হবে। যে যত বেশি তওবা করবে তার জন্য রিজিকের দরজা তত বেশি খুলে যাবে। তাই রাত জেগে তওবা করুন।
৩।দান করাঃ আল্লাহর রাস্তায় দান সাদকা করুন। যারা আল্লাহর রাস্তায় দান-সাদকা করে আল্লাহ তাদের এমনিতেই রিজিক বাড়িয়ে দেন। আমাদের নবী বলেছেন, "নিশ্চয় আমার রব তারবান্দাদেরকে বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন আবার কমিয়ে দেন। আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময়ে দেবেন এবং তিনি উত্তম রিজিকদাতা। (সূরা সাবা আয়াত ৩৯)
৪। সকাল সন্ধা জিকির করাঃ দিনের শুরুতে আল্লাহকে স্মরণ করা এবং কাজ শেষে আল্লাহকে স্মরণ করা। সকাল সন্ধ্যা আল্লাহকে স্মরণ করলে রিজিক বেড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করেছেন-হে আল্লাহ - আপনি আমার উম্মতকে সকাল বেলা বরকত দান করবেন। নিজেকে অভাবমুক্ত রাখতে হলে সকাল সন্ধ্যা জিকির করতে হবে। প্রত্যেক মুসলমানের উচিত রিজিকে বরকত পেতে রিজিক বাড়াতে এবং আল্লাহর পক্ষ থেকে রহমতের রিজিক পেতে সকাল সন্ধ্যা যিকির করা।
যেভাবে রমজানের প্রস্তুতি নিতেন আমাদের প্রিয় নবী
রমজানের পূর্ব প্রস্তুতি গ্রহণ অত্যন্ত জরুরী। প্রস্তুতি যত সুন্দর হয় কাজ
তত নিখুত হয় ইবাদতের পূর্বে প্রস্তুতি গ্রহণ করা নবীজির সুন্নত রাসুলের সালাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের জন্য ব্যাপক প্রস্তুতি
গ্রহণ করতেন তিনি তার উম্মতকেও সঠিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে বলে বলে গেছেন তিনি
যেভাবে প্রস্তুতি গ্রহণ করতেন
- রাসূল সাল্লাল্লাহু সাল্লাম রজব মাসের চাঁদ দেখে রমজান প্রাপ্তির আশায় বিভোর হতেন। মাহে রমজানের জন্য ও বরকত লাভের উদ্দেশ্যে আল্লাহর দরবারে দোয়া করতেন।
- রমজানের পূর্ব প্রস্তুতি হিসেবে দিনক্ষণ গণনা ও সাবান মাসের হিসাব রাখা একটি সুন্নত আমল। আমাদের প্রিয় নবী সাবান এর চাঁদের হিসাব রেখে রোজা রাখতেন। শাবান মাসে তিনি অধিক পরিমাণে রোজা রাখতেন।
- সাহাবীদের রমজানের পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে বলতেন আমাদের প্রিয় নবী। আরো বলতেন রমজানের প্রথম রাতে শয়তানের দুষ্টু জিনদের শৃঙ্খলাবদ্ধ করা হয়।
- জাহান্নামের কপাটগুলো বন্ধ করে দেওয়া হয় তার একটিও দরজা খোলা হয় না
- উন্মুক্ত করে দেওয়া হয় জান্নাতের দরজা গুলো বন্ধ করা হয় না তার একটিও।
রমজানের আগমনে মুমিন বান্দা মাত্র আনন্দ প্রকাশ করে থাকেন। আমাদের প্রিয় নবী
নিজে অতিশয় আনন্দিত হতেন এবং বিভিন্ন সময় রহমত বরকত কল্যাণ দর্শক বর্ষণ এবং
অবতরণের উপলক্ষ ও অনুষঙ্গ গুলোর কারণে ব্যাকুল হতেন। সাহাবীদের বলতেন তোমাদের
দ্বারে রহমতময় রমজান এসেছে।
রমজানের সেহরীর সময়সূচী ২০২৫
চাঁদ দেখার উপর নির্ভর করবে রমজান মাস কবে থেকে শুরু হবে। সে অনুযায়ী রমজান শুরুর সময় ২ মার্চ ধরে ঢাকার সেহরি সময় সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। গত ২৭ জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশন ১৪৪৬ হিজরীর রমজান মাসের সেহরি সময়সূচী চূড়ান্ত করে। সময়সূচি অনুযায়ী ২ মার্চ রমজান হয়। নিচে সেহেরী সময়সূচি দেয়া হলো-
১৪৪৬ হিজরি রমজান | ২০২৫ খ্রিষ্টাব্দ মার্চ | বার | সেহেরীর শেষ সময় | ফজরের ওয়াক্ত শুরু |
---|---|---|---|---|
০১ | ০২মার্চ | রবিবার | ৫-০৪মিঃ | ৫-০৫মিঃ |
০২ | ০৩মার্চ | সোমবার | ৫-০৩মিঃ | ৫-০৪মিঃ |
০৩ | ০৪মার্চ | মঙ্গলবার | ৫-০২মিঃ | ৫-০৩মিঃ |
০৪ | ০৫মার্চ | বুধবার | ৫-০১মিঃ | ৫-০২মিঃ |
০৫ | ০৬মার্চ | বৃহস্পতিবার | ৫-০০মিঃ | ৫-০১মিঃ |
০৬ | ০৭মার্চ | শুক্রবার | ৪-৫৯মিঃ | ৫-০০মিঃ |
০৭ | ০৮মার্চ | শনিবার | ৪-৫৮মিঃ | ৪-৫৯মিঃ |
০৮ | ০৯মার্চ | রবিবার | ৪-৫৭মিঃ | ৪-৫৮মিঃ |
০৯ | ১০মার্চ | সোমবার | ৪-৫৬মিঃ | ৪-৫৭মিঃ |
১০ | ১১মার্চ | মঙ্গলবার | ৪-৫৫মিঃ | ৪-৫৬মিঃ |
১১ | ১২মার্চ | বুধবার | ৪-৫৪মিঃ | ৪-৫৫মিঃ |
১২ | ১৩মার্চ | বৃহস্পতিবার | ৪-৫৩মিঃ | ৪-৫৪মিঃ |
১৩ | ১৪মার্চ | শুক্রবার | ৪-৫২মিঃ | ৪-৫৩মিঃ |
১৪ | ১৫মার্চ | শনিবার | ৪-৫১মিঃ | ৪-৫২মিঃ |
১৫ | ১৬মার্চ | রবিবার | ৪-৫০মিঃ | ৪-৫১মিঃ |
১৬ | ১৭মার্চ | সোমবার | ৪-৪৯মিঃ | ৪-৫০মিঃ |
১৭ | ১৮মার্চ | মঙ্গলবার | ৪-৪৮মিঃ | ৪-৪৯মিঃ |
১৮ | ১৯মার্চ | বুধবার | ৪-৪৭মিঃ | ৪-৪৮মিঃ |
১৯ | ২০মার্চ | বৃহস্পতিবার | ৪-৪৬মিঃ | ৪-৪৭মিঃ |
২০ | ২১মার্চ | শুক্রবার | ৪-৪৫মিঃ | ৪-৪৬মিঃ |
২১ | ২২মার্চ | শনিবার | ৪-৪৪মিঃ | ৪-৪৫মিঃ |
২২ | ২৩মার্চ | রবিবার | ৪-৪৩মিঃ | ৪-৪৪মিঃ |
২৩ | ২৪মার্চ | সোমবার | ৪-৪২মিঃ | ৪-৪৩মিঃ |
২৪ | ২৫মার্চ | মঙ্গলবার | ৪-৪১মিঃ | ৪-৪২মিঃ |
২৫ | মার্চ | বুধবার | ৪-৪০মিঃ | ৪-৪১মিঃ |
২৬ | ২৭মার্চ | বৃহস্পতিবার | ৪-৩৯মিঃ | ৪-৪০মিঃ |
২৭ | ২৮মার্চ | শুক্রবার | ৪-৩৮মিঃ | ৪-৩৯মিঃ |
২৮ | ২৯মার্চ | শনিবার | ৪-৩৬মিঃ | ৪-৩৭মিঃ |
২৯ | ৩০মার্চ | রবিবার | ৪-৩৫মিঃ | ৪-৩৬মিঃ |
৩০ | ৩১মার্চ | সোমবার | ৪-৩৪মিঃ | ৪-৩৪মিঃ |
রমজানে ইফতারের সময়সূচি ২০২৫
১৪৪৬ হিজরি রমজান | ২০২৫ খ্রিস্টাব্দ মার্চ | বার | ইফতারের সময় |
---|---|---|---|
০১ | ০২মার্চ | রবিবার | ৬-০২মিঃ |
০২ | ০৩মার্চ | সোমবার | ৬-০৩মিঃ |
০৩ | ০৪মার্চ | মঙ্গলবার | ৬-০৩মিঃ |
০৪ | ০৫মার্চ | বুধবার | ৬-০৪মিঃ |
০৫ | ০৬মার্চ | বৃহস্পতিবার | ৬-০৪মিঃ |
০৬ | ০৭মার্চ | শুক্রবার | ৬-০৫মিঃ |
০৭ | ০৮মার্চ | শনিবার | ৬-০৫মিঃ |
০৮ | ০৯মার্চ | রবিবার | ৬-০৬মিঃ |
০৯ | ১০মার্চ | সোমবার | ৬-০৬মিঃ |
১০ | ১১মার্চ | মঙ্গলবার | ৬-০৬মিঃ |
১১ | ১২মার্চ | বুধবার | ৬-০৭মিঃ |
১২ | ১৩মার্চ | বৃহস্পতিবার | ৬-০৭মিঃ |
১৩ | ১৪মার্চ | শুক্রবার | ৬-০৮মিঃ |
১৪ | ১৫মার্চ | শনিবার | ৬-০৮মিঃ |
১৫ | ১৬মার্চ | রবিবার | ৬-০৮মিঃ |
১৬ | ১৭মার্চ | সোমবার | ৬-০৯মিঃ |
১৭ | ১৮মার্চ | মঙ্গলবার | ৬-০৯মিঃ |
১৮ | ১৯মার্চ | বুধবার | ৬-১০মিঃ |
১৯ | ২০মার্চ | বৃহস্পতিবার | ৬-১০মিঃ |
২০ | ২১মার্চ | শুক্রবার | ৬-১০মিঃ |
২১ | ২২মার্চ | শনিবার | ৬-১১মিঃ |
২২ | ২৩মার্চ | রবিবার | ৬-১১মিঃ |
২৩ | ২৪মার্চ | সোমবার | ৬-১১মিঃ |
২৪ | ২৫মার্চ | মঙ্গলবার | ৬-১২মিঃ |
২৫ | মার্চ | বুধবার | ৬-১২মিঃ |
২৬ | ২৭মার্চ | বৃহস্পতিবার | ৬-১৩মিঃ |
২৭ | ২৮মার্চ | শুক্রবার | ৬-১৩মিঃ |
২৮ | ২৯মার্চ | শনিবার | ৬-১৪মিঃ |
২৯ | ৩০মার্চ | রবিবার | ৬-১৪মিঃ |
৩০ | ৩১মার্চ | সোমবার | ৬-১৫ মিঃ |
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url