চুলের যত্নে ক্যাস্টর অয়েলের ব্যবহার
সৌন্দর্যের একটা বড় অংশ জুড়ে থাকে চুল। কিন্তু চুল নিয়ে কমবেশি সবাই সমস্যায় ভোগেন চুল পড়া, আগা ফাটা, টাক পড়া নানা সমস্যা দেখা দেয় চুলে। এ কারণে চুলের নিয়মিত যত্ন নেওয়া জরুরী।
অনেকে যত্নে ক্যাস্টর অয়েল ব্যবহার করেন ক্যাস্টর অয়েলের রয়েছে ভিটামিন এ মিনারেলস প্রোটিন এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড যা চুল পড়া রোধ করার সাথে সাথে নতুন চুল গজাতে সাহায্য করে সমস্যা দূর করে এর স্বাস্থ্য ফিরিয়ে আনে। ড্যানরা প্রবলেম রেডিউস করে
পেজ সূচিপত্রঃ যত্নে ক্যাস্টর অয়েলের ব্যবহারের নিয়ম ও কাজ
- ক্যাস্টর অয়েলে ব্যবহারের নিয়ম
- চুলের যত্নে ক্যাস্টর অয়েলের উপকারিতা
- চুলের যত্নে ক্যাস্টর ব্যবহারের ১০ উপায়
- ক্যাস্টর অয়েল চুল গজাতে সহায়ক
- চুলের জন্য ক্যাস্টর অয়েলের বেনিফিট
- ক্যাস্টর অয়েলের পুষ্টিগুণ
- ক্যাস্টর অয়েলের পার্শ্ব প্রতিক্রিয়া
- আমাদের শেষ কথা: চুলের যত্নে ক্যাস্টর অয়েল
ক্যাস্টর অয়েলে ব্যবহারের নিয়ম
ক্যাস্টর অয়েল, বাংলায় যা রেডির তেল নামে পরিচিত, প্রকৃতির একটি আশ্চর্য উপহার। ত্বকের যত্ন, চুলের পুষ্টি, হজম শক্তি বাড়ানোর বেশ কিছু সমস্যা সমাধানের এটি দারুন কার্যকর। এর সহজলভ্যতা ও বহুমুখী ব্যবহারের কারণে এই তেল অনেকের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে।
ত্বককে নরম ও চুলের খুশকি দূর করা চুলকে ঘন উজ্জ্বল করা বিভিন্ন উপকার
এখানে বিদ্যমান তবে সঠিক নিয়ম মেনে ব্যবহার করলে এর উপকারিতা অনেক গুণ বেড়ে
যায়। ক্যাস্টর অয়েল ব্যবহারের নিয়ম নিচে আলোচনা করা হলো-
১।ক্যাস্টর অয়েল সরাসরি ব্যবহার
- দু থেকে তিন টেবিল চামচ ক্যাস্টর অয়েল হাতে নিয়ে ভালোভাবে মেসেজ করুন।
- ৩০ থেকে ৪৫ মিনিট রেখে দিন।
- সাধারণ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
- সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন।
২। নারকেল তেলের সঙ্গে ক্যাস্টর অয়েল
- ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল এর সঙ্গে দুই টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে নিন।
- মেসেজ করে এক থেকে দুই ঘন্টা রেখে দিন।
- শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
- এটি চুলের নরম ভাব বজায় রাখি এবং বাড়তি পুষ্টি যোগায়।
৩। অলিভ অয়েল ও ক্যাস্টর অয়েল মিশিয়ে ব্যবহার
- এক টেবিল চামচ ক্যাস্টর অয়েল ও এক টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন।
- মেসেজ করুন এবং ১ ঘন্টা রেখে দেন।
- শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
- এটি চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে।
৪। ডিম ও ক্যাস্টর অয়েল হেয়ার প্যাক
- একটি ডিমের কুসুম ও এক টেবিল চামচ ক্যাস্টর অয়েল নিন।
- পরে চুলে লাগে ৩০ থেকে ৪৫ মিনিট রেখে দিন।
- শ্যাম্পু দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন।
- এটি চুলের শক্তি বৃদ্ধি করেও চুলকে ঘন করে তোলে।
চুলের যত্নে ক্যাস্টর অয়েলের উপকারিতা
লম্ব ঘন কালো চুল যে কোন নারী সৌন্দর্য বাড়িয়ে দেয় কয়েক গুণ। তবে অতিরিক্ত দূষণও নিয়মিত চুলের যত্ননা নেয়ার কারণে চুল পড়ে যাওয়া আগাফাটা, চুলের বৃদ্ধি কমে যাওয়া, উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে। এসব সমস্যার ব্যবহার করতে পারেন ক্যাস্টর অয়েল।ফ্যাকাশে হলুদ রঙের এই তেল চুলের জন্য খুবই উপকারী।
ফ্যাকাশে হলুদ রঙের এই তেল চুলের জন্য খুবই উপকারী। এই তেল চুলের বৃদ্ধি ঘটায়, মাথার ত্বক ভালো রাখে এবং চুলের আদ্রতা বজায় রাখে ফ্যাটি এসিড সমৃদ্ধ এই তেল তুলে পুষ্টি সরবরাহ ও চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়া চুল পড়া কমায় ও গুড়া মজবুত করে।
আসুন জেনে নিই ক্যাস্টর অয়েল ব্যবহারের উপকারিত-
- ক্যাস্টর অয়েল ওমেগা ৬ ও ফেটি অ্যাসিড থাকে, ফলে চুল দ্রুত বাড়ে। এছাড়া চুলের ফলিকল নষ্ট হয়ে তা ঠিক করতেও ক্যাস্টর অয়েল ব্যবহার করা হয়
- চুল পাকতে শুরু করলে চিন্তার কিছু নেই। পাকা চুলে নিয়ম করে ক্যাস্টর অয়েল ব্যবহার করুন
- রুক্ষ আগা ফাটা চুলের যত্নে এ তেল ব্যবহার করতে পারেন।
- অনেক সময় চুল সুস্থ হয়ে উঠতে থাকে। এক্ষেত্রে ক্যাস্টর অয়েলের সঙ্গে অলিভ অয়েল নারকেল তেল মিশিয়ে শুধু তুলে হালকা করে লাগিয়ে নিন।
- শুধু চুল নাই ভ্রু ও চোখের পাতায় ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারেন। এতে দ্রুত চোখের পাতার ঘনত্ব বাড়বে।
- নতুন চুল গজাবে ক্যাস্টর অয়েল ব্যবহার করলে।
চুলের যত্নে ক্যাস্টর ব্যবহারের ১০ উপায়
ক্যাস্টর অয়েলের রয়েছে ফ্যাটি অ্যাসিড এমাইনো এসিড। এসব উপাদান ত্বক ও চুলের জন্য উপকারী। চুল এবং মাথার ত্বকে মশ্চারাইজার করতে পারে ক্যাস্টর অয়েল। এন্টি ব্যাকটেরিয়াল এবং এন্টিফাঙ্গাল বৈশিষ্ট্য খুশকি কমাতে সহায়ক। চুল পড়া কমাতেও এর ভূমিকা রয়েছে। চুলের যত্নে ক্যাস্টার অয়েল ব্যবহারের ১০ উপায় দেওয়া হলো-
১।ক্যাস্টর অয়েলের সঙ্গে অলিভ অয়েল ও নারকেল তেল মিশিয়ে চুলের আগা থেকে গোড়া
পর্যন্ত মেসেজ করুন। চুল হবে মোলায়েম ও ঝলমলে।
২। ক্যাস্টর অয়েল তুলা ভিজে ভ্রু ও চোখের পাপড়িতে লাগান। রাতে ঘুমানোর আগে লাগাবেন। ঘন কালো হবে চোখের পাপড়ি।
৩। ত্বকের দাগ চোখ দূর করতে পারে উপকারী এই তেল এজন্যে দাগের স্থানে নিয়মিত
মালিশ করেন ক্যাস্টর অয়েল
৪। ক্যাস্টর অয়েলের থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ব্রোনের দাগ দূর করতে পারে।দাগের
উপর সরাসরি লাগান।
৫। ভেজা ত্বকে কয়েক ফোটা ক্যাস্টর অয়েল লাগে মেসেজ করুন প্রাকৃতিক
ময়েশ্চারাইজের কাজ করবে।
৬। সমপরিমাণ নারকেল তেল ও ক্যাস্টর অয়েল মিশিয়ে ঠোঁটেও ত্বকে মেসেজ করুন ত্বকে জমে থাকা মরা চামড়া দূর হবে।
৭।নখে ক্যাস্টর অয়েল লাগালে কিউট ক্যাল ভালো থাকে নখ সুন্দর দেখায়।
৮। ত্বকের বলি রাখা দূর করতে প্রতিদিন আলতো হাতে মেসেজ করুন ক্যাস্টর অয়েল।
৯। ভিটামিন ই ক্যাপসুল থেকে তেল বের করে ক্যাস্টর অয়েলের সঙ্গে মিশে চুলের
আগাগোড়া পর্যন্ত মেসেজ করুন।
১০। সমপরিমাণ ক্যাস্টর অয়েলের পেঁয়াজের রস মিশিয়ে চুলে লাগান দেখবেন চুল অনেক
সুন্দর হবে।
ক্যাস্টর অয়েল চুল গজাতে সহায়ক
ক্যাস্টর অয়েল এই নামটি অনেকে হয়তো শুনে থাকবেন। তবে বাস্তবতা হলো এর প্রকৃত গুণাগুণ সম্পর্কে আমরা হয়তো খুব কমই জানি। তবে চলুন জেনে নিয়ে তেলে কি রয়েছে ক্যাস্টর অয়েলের রয়েছে ভিটামিন ই, মিনারেল, প্রোটিন এসেন্সিয়াল যা চুল পড়া রোধ করার সাথে সাথে নতুন চুল গজাতে সাহায্য করে। চুলের সমস্যা দূর করে এর স্বাস্থ্য ফিরিয়ে আনে।
তবে চুলের জন্য সর্বদা ক্যাস্টর অয়েল ব্যবহার করাই উত্তম। চুল পড়ার সমস্যা, আজকাল অনেকেরই দেখা যায়। আর এ সমস্যার সমাধানে ক্যাস্টর অয়েল একটি জনপ্রিয় প্রাকৃতিক সমাধান। এতে রয়েছে রাই সিনোলিক এসিড যা মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের বৃদ্ধিতে সহায়তা করে।
রিফাইন ক্যাস্টর অয়েলের বিভিন্ন প্রসেসিং এর মধ্য দিয়ে যাওয়ার কারণে এর মধ্যে প্রাকৃতিক গুণাবলী অতটা থাকে না যা প্রাকৃতিক ক্যাস্টর অয়েলের থাকে এবং ফলস্রুতিতে এটি যথেষ্ট কম কার্যকরী। ক্যাস্টর অয়েল চুলে ব্যবহার করলে নতুন চুল গজাতে সহায়তা করে। নতুন চুল গজাতে ক্যাস্টর অয়েলের সম্পর্কে নিচে দেওয়া হল-
- ক্যাস্টর অয়েল ভালো মতো মাথার ত্বকে মেসেজ করলে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়। রক্ত সঞ্চালন যত বাড়বে এর অবস্থা তত উন্নতি হবে এবং হেয়ার ফলিক গুলো আরো সুস্থ থাকবে। ফলে তা নতুন চুল গজাতে সাহায্য করে।
- ক্যাস্টর অয়েলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা চুলের স্বাস্থ্য ঠিক রাখার জন্য উপকারী। অ্যান্টিঅক্সিডেন্ট এর প্রধান কাজই হল চুলের এবং মাথার ত্বকের বিষাক্ত পদার্থ হ্রাস করে চুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করা।
- ক্যাস্টর অয়েল ও মেগা ৯ ফ্যাটি অ্যাসিড এবং এসেন্সিয়াল ভিটামিন এর সমৃদ্ধ যা চুলকে মজবুত এবং উজ্জ্বল করে পুনরায় চুল বৃদ্ধিতে সাহায্য করে।
চুলের জন্য ক্যাস্টর অয়েলের বেনিফিট
ক্যাস্টর অয়েলের প্রচুর পরিমাণে ভিটামিন ই ওমেগা ৩ ৬ ও ৯ রয়েছে। এই উপাদান
গুলো চুলের জন্য বেশ উপকারী। মাথার ত্বকের পিএইচ লেভেল এবং ন্যাচারাল
ময়শ্চারাইজার ব্যালেন্স করতে খুবই সাহায্য করে। চলুন চুলের জন্য ক্যাস্টর অয়েল
এর বেনিফিট গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক-
- যাদের খুশকির সমস্যা বেশি রয়েছে তারা মাথার ত্বকে ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারেন।
- যাদের চুল পড়ার সমস্যা রয়েছে তারা ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারেন। এতে করে চুল পড়া বন্ধ হবে। এতে থাকা অমেগা ৬ ফ্যাটি অ্যাসিড চুল পড়া কমে হেয়ার গ্রোথ প্রমোট করে।
- চুলের আগা ফেটে যাচ্ছে? তাহলে ক্যাস্টর অয়েল অবশ্যই হেয়ার কেয়ার রুটিন অ্যাড করুন। কারন এই তেলের ব্যবহারে হেয়ার ফলিকল কে সফট রাখবে এবং ড্যামেজ হেয়ার রিপেয়ার করবে। তাই চুলের আগা ফাটা কমানোর জন্য ক্যাস্টর অয়েল ব্যবহার করুন।
- চুল পাকা রোধে ক্যাস্টর অয়েল খুব ভালো কাজ করে। এতে থাকা ওমেগা ৩ ফ্যাটি এসিড অকালে চুল পাকা রোধ করতে সাহায্য করে।
ক্যাস্টর অয়েলের পুষ্টিগুণ
প্রাকৃতিক উপায়ে চুল গজানোর জন্য ক্যাস্টর অয়েল একটি কার্যকরী সমাধান হতে পারে। নিয়মিত ব্যবহারে চুল হবে স্বাস্থ্যকর ঘন ও সুন্দর। চুলের সৌন্দর্য স্বাস্থ্য বজায় রাখতে প্রাকৃতিক তেলের ভূমিকা অসাধারণ। বিশেষ করে ক্যাস্টর অয়েল দীর্ঘদিন ধরে চুলের যত্নে ব্যবহৃত হয়ে আসছে। এতে থাকা পুষ্টিগুণ চুলের বৃদ্ধি শক্তি ও উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। ক্যাস্টর অয়েলের অনেক গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যা চুলের যত্ন কার্যকরী ভূমিকা রাখে যেমন-
রাই সিনোলিক অ্যাসিডঃ ওমেগা ৯ ফ্যাটি এসিড মাথার ত্বকের রক্ত সঞ্চালন
বাড়িয়ে চুলের গোড়া মজবুত করে।
ভিটামিন ইঃ অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে যা চুলের ক্ষতিরোধ করে ও
বৃদ্ধিতে সহায়তা করে।
প্রোটিনঃ চুলের গঠন মজবুত রাখে এবং চুল ভাঙ্গা ও রুক্ষতা দূর করতে সাহায্য
করে।
ওমেগা 6 ওমেগা নয় ফ্যাটি অ্যাসিডঃ চুলের আদ্রতা ধরে রাখতে এবং খুশকি দূর
করতে সাহায্য করে।
এন্টি ব্যাকটেরিয়াল ও এন্টিফাঙ্গাল উপাদানঃ মাথার ত্বকের সংক্রমণ ও খুশকির
সমস্যা কমায়।
ক্যাস্টর অয়েলের পার্শ্ব প্রতিক্রিয়া
চুলের যত্নে ক্যাস্টর অয়েল বা রেডির তেল একটি জনপ্রিয় উপাদান। এটি চুল পড়া
কমাতে খুশকি দূর করতে এবং চুলের বৃদ্ধি বাড়াতে সহায়ক বলে মনে করা হয়। কিন্তু
অনেকে জানেন না যে ক্যাস্টর অয়েলের অতিরিক্ত ব্যবহার বা ভুল প্রয়োগের ফলে কিছু
পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এই নিবন্ধে আমরা চুলের যত্নে ক্যাস্টর
অয়েলের সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব-
১। এলার্জি বা ত্বকের সংবেদনশীলতাঃ ক্যাস্টর অয়েল উপস্থিত রাই সিনোলিক এসিড কিছু মানুষের ত্বকে এলার্জির সৃষ্টি করতে পারে এটি চুলের গোড়ায় চুলকানি লালচে দাগ জ্বালাপোড়া বা রেসের কারণ হতে পারে।
২। চুলের অতিরিক্ত শুষ্কতা বা তৈলাক্ততাঃ কিছু মানুষের জন্য ক্যাস্টর অয়েল
চুলের আদ্রতা ধরে রাখতে সাহায্য করলেও, অতিরিক্ত ব্যবহারের ফলে চুল শুষ্ক বা
অতিরিক্ত তৈলাক্ত হয়ে যেতে পারে এতে চুল চিটচিটে ও ভারি মনে হতে পারে।
৩। চুলের গোড়া দুর্বল হয়ে যাওয়াঃ অনেক সময় ক্যাস্টর অয়েল খুব ঘন বা ভারি হয়
এটি চুলের গোড়ায় অতিরিক্ত চাপ সৃষ্টি করে ফলে চুলের ফলিকল দুর্বল হয়ে গিয়ে
চুল পড়া সমস্যা বাড়তে পারে।
৪। চোখে প্রবেশ করলে জ্বালা পোড়াঃ ক্যাস্টর অয়েল যদি ভুলবশত চোখে প্রবেশ
করে তবে এটি চোখে জ্বালাপোড়া ও অস্বস্তিকর সৃষ্টি করতে পারে। তাই চুলে তেল
দেওয়ার সময় সতর্কতা অবলম্বন করা উচিত।
৫। ত্বকের ছিদ্র বন্ধ হয়ে যাওয়াঃ যাদের ত্বক সংবেদনশীল বা ব্রন প্রবন তাদের
ক্ষেত্রে ক্যাস্টর অয়েল ত্বকের ছিদ্র বন্ধ করে দিতে পারে। এতে বা অন্যান্য
ত্বকের সমস্যা বাড়তে পারে।
আমাদের শেষ কথা: চুলের যত্নে ক্যাস্টর অয়েল
চুলের যত্নে ক্যাস্টর অয়েল একটি শক্তিশালী ও প্রাকৃতিক সমাধান হিসেবে বিবেচিত। এর অ্যান্টি ব্যাকটেরিয়াল ও এন্টিফাঙ্গাল বৈশিষ্ট্য মাথার ত্বককে সুস্থ রাখে এবং খুশকি দূর করতে সহায়তা করে। পাশাপাশি এটি চুলের গোড়া মজবুত করে দ্রুত বৃদ্ধিতে সহায়ক হয়। এবং চুল পড়া কমায় ক্যাস্টর অয়েলের উচ্চ রিকিনোলিক এসিড ও ফ্যাটি অ্যাসিড উপাদান।
চুলের আদ্রতা ধরে রাখতে সাহায্য করে, ফলে চুল নরম ও ঝলমলে হয়। তবে
ক্যাস্টর অয়েল ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত অতিরিক্ত
ব্যবহারের চুল তৈলাক্ত ভারী হয়ে যেতে পারে। তাই এটি নিয়মিত পরিমান মত অন্যান্য
তেলের সঙ্গে মিশে ব্যবহার করা উত্তম। এছাড়া যারা প্রথমবার এটি ব্যবহার করবেন
তাদের এলার্জি টেস্ট করে নেয়ায় ভালো।
সর্বোপরি ক্যাস্টর অয়েল একটি কার্যকারী প্রাকৃতিক উপাদান যা নিয়মিত ব্যবহারের মাধ্যমে চুলে স্বাস্থ্য সৌন্দর্য বৃদ্ধি নিশ্চিত করতে পারে। সঠিক নিয়মে উপযুক্ত পরিমাণে ব্যবহার করলে এটি চুলের নানা সমস্যার সমাধান এনে দিতে পারে। এবং আপনাকে স্বাস্থ্য উজ্জ্বল চুল উপহার দিতে পারে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url